আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
সম্মানিত দ্বীনি ভাই/বোন,
অত্র বার্তাটি আপনাদের সকলের পরিচিত মুহতারাম উস্তায আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান (হাফিযাহুল্লাহ)’র পক্ষ থেকে ইসলামপ্রেমী সামর্থ্যবান প্রত্যেক দানশীল দ্বীনি ভাই ও বোনের উদ্দেশ্যে প্রেরিত একটি উদাত্ত আহবান।
সম্মানিত দ্বীনি ভাই/বোন, আপনি জেনে আনন্দিত হবেন যে, মুহতারাম উস্তায আবু ত্ব-হা মুহাম্মদ আদনান (হাফিযাহুল্লাহ) বিগত পাঁচ বছর যাবৎ সাফল্যের সাথে দ্বীনি শিক্ষা, দাওয়াহ, সমাজকল্যান, অর্থনীতি এবং সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে কাজ করে আসছেন যা ইতিমধ্যে ত্ব-হা যিন নুরাইন ফাউন্ডেশন রুপে আত্মপ্রকাশ করেছে।
আরও দেখুনঃ Click Here
দেশের বিভিন্ন জেলায় যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ,দূর্যোগ প্রবণ এলাকায় ত্রাণ বিতরণ, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমাদানে দরিদ্র মানুষের বাজার/ইফতার সামগ্রী বিতরণ, ঋনগ্রস্থ ব্যাক্তির ঋন পরিশোধ ও কর্যে হাসানা প্রদান, অসুস্থ ব্যাক্তিদের চিকিৎসার ব্যাবস্থা করা সহ বিভিন্ন ধরনের সমাজকল্যানমূলক কাজের আঞ্জাম দিয়ে আসছেন আলহামদুলিল্লাহ।
এছাড়াও বিশেষ করে দেশের চলমান শিক্ষা ব্যবস্থার সংকট ও মেরুকরণ মোকাবেলায় জেনারেল ও ইসলামি শিক্ষার সমন্বয়ে আদর্শ শিক্ষার বিকাশে দেশের বিভিন্ন জেলায় উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও সংষ্কারের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
এমতাবস্থায় আপনি সহ প্রত্যেক সামর্থ্যবান দ্বীনি ভাইবোনের পক্ষ থেকে প্রয়োজন সার্বিক ও আর্থিক সহযোগিতা। কেননা একমাত্র ইসলামি শিক্ষা ও মূল্যবোধই পারে নীতি ও নৈতিকতার আলোকে
একটি আলোকিত প্রজন্ম ও জাতি বিনির্মান করতে।
আলহামদুলিল্লাহ বর্তমানের উস্তাযের পরামর্শে ঢাকা, রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, কক্সবাজার, গাজীপুর সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শত শত ছাত্র-ছাত্রী দ্বীনি শিক্ষা গ্রহণ করছে আলহামদুলিল্লাহ।
আরও দেখুনঃ Click Here
উস্তাযের নিজস্ব তত্ত্বাবধানে সম্প্রতি প্রতিষ্ঠিত ত্ব-হা যিন নূরাঈন অনলাইন মাদ্রাসায় বিভিন্ন কোর্সে প্রায় ২০০০০+ স্টুডেন্ট দ্বীনি ইলম হাসিল করছেন আলহামদুলিল্লাহ।
আরও দেখুনঃ Click Here
এছাড়াও উস্তায নিজে দ্বীনি ভাই ও বোনদের জন্য আলাদা করে মাসিক তা’লিমের আঞ্জাম দিয়ে থাকেন।
তা’লিম গ্রুপঃ Click Here
সম্মানিত দ্বীনি ভাই/বোন, অনুগ্রহ পূর্বক উস্তাযের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষা, দাওয়াহ ও সমাজকল্যানমূলক প্রকল্পগুলোতে আপনার মূল্যবান এককালীন/মাসিক অনুদান/সাদাকাহ প্রদান করে দ্বীনের খেদমতে এগিয়ে আসুন। আলহামদুলিল্লাহ, আমরা উদ্যোগ নিয়েছি ঢাকা এবং রংপুরে স্থায়ী মারকাযসহ আমাদের অনলাইন মাদ্রাসা এবং শিক্ষা প্রজেক্টের সকল কার্যক্রমকে এগিয়ে নিতে। এই সমস্ত প্রজেক্টে আপনার সহযোগীতা
আমাদের নিকট সহযোগীতা পাঠানোর ঠিকানাঃ
বাইতুল মাল একাউন্ট নাম্বার:
Al-Arafah Islami Bank
Branch: Rangpur
Acc Name: K M Afsanul Adnan Anto
ACC No: 0971120018405
Midland Bank PLC
Branch: Rangpur
Acc Name: K M Afsanul Adnan Anto
Acc No: 8801-1810012325
Mobile Banking
01750729111 (bKash Personal)
01750729111 (Nagad Personal)
উস্তাযের সাথে সরাসরি মত বিনিয়মের জন্য এই নম্বরে টেক্সট করুন ইনশাআল্লাহ।
01750729111 (WhatsApp)
[বিঃদ্রঃ অনুগ্রহ পূর্বক উস্তাযের সাথে সরাসরি যোগাযোগ না করে কোন একাউন্টে বা কোন তৃতীয় পক্ষের মাধ্যমে কোন প্রকার অনুদান পাঠাবেন না এবং যাকাতের অর্থ সাদাকাহ হিসেবে পাঠাবেন না।]
=====
আমাদের কার্যক্রমগুলো দেখতে ভিজিট করুন-
ফেসবুকঃ Click Here
ইউটিউবঃ Click Here
জাযাকুমুল্লাহ।